পাকিস্তানে ভারতীয় গান বন্ধ

ভারতীয় গান প্রচারে নিষেধাজ্ঞা: পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তকে তথ্য মন্ত্রণালয়ের প্রশংসা । জাতীয় সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

বিশ্ব ডেস্ক: পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (PBA) দেশজুড়ে এফএম রেডিও স্টেশনগুলোতে ভারতীয় গান সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে ‘নীতিনিষ্ঠ’ ও ‘দেশপ্রেমিক’ পদক্ষেপ হিসেবে আখ্যায় দিয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (Ministry of Information & Broadcasting) এক বিবৃতিতে এর প্রশংসা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “বর্তমান দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় গান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত একটি অত্যন্ত সময়োপযোগী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ পদক্ষেপ। এটি পুরো জাতির সম্মিলিত অনুভূতির প্রতিফলন ঘটায়।”

তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ জাতীয় স্বার্থে গৃহীত হয়েছে এবং এটি গণমাধ্যমে দায়িত্বশীলতার একটি অনন্য দৃষ্টান্ত।

সম্প্রতি অঞ্চলজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান, বিশেষ করে বিনোদন সামগ্রীর উপর বিধিনিষেধ আরোপের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় PBA এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা গেছে।