চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর করুণ মৃ(ত্যু)
টুইট ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নোহান (১১) ও মেজবাহ (১২)। বৃহস্পতিবার সকালে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংক সংলগ্ন সি ব্লকের একটি পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, কয়েকজন শিশু-কিশোর পাখির বাসা খুঁজতে পাহাড়ি এলাকায় গিয়েছিল। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং আহত হয় আরও কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, শিশুরা পাখির বাসা খুঁজছিল।”
কোরিয়ান ইপিজেডের জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, “ওই এলাকায় কোনো পাহাড় কাটা হচ্ছিল না। তবে জঙ্গল এলাকায় শিয়াল-কুকুর গর্ত করে মাটি আলগা করে ফেলতে পারে। শিশুরা সম্ভবত এমন কোনো গর্তের কাছাকাছি গিয়েছিল।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।