পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি: ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’
বিশ্ব ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারতীয় সামরিক আগ্রাসনের আশঙ্কায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে উদ্দেশ করে পাকিস্তান সেনাবাহিনী বলেছেন- ‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।’
সেনাবাহিনীর হুঁশিয়ারি
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন,
“আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।”
তিনি জাতিকে আশ্বস্ত করে জানান, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সক্ষম।
শান্তির বার্তা, তবে কঠোর জবাবের প্রস্তুতি
চৌধুরী বলেন, পাকিস্তান কোনো আগ্রাসন শুরু করতে চায় না এবং তারা সবসময় যুক্তি ও কূটনৈতিক সমাধানের পক্ষে। তবে যদি ভারত সংঘাতের পথ বেছে নেয়, পাকিস্তান তখন প্রয়োজনীয় প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
তিনি আরও জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী — তিন বাহিনীই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
যে কোনো হুমকির মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত।
দেশের সব রাজনৈতিক দল ভারতের আগ্রাসনের জবাব দিতে ঐক্যবদ্ধ।
জাতীয় নিরাপত্তা কমিটি পরিস্থিতি পর্যালোচনা করে প্রাসঙ্গিক বিবৃতি দিয়েছে এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ বলেও জানান চৌধুরী।