দেশের উন্নয়নে পারস্পরিক আস্থা ও ঐক্য অপরিহার্য: প্রধান উপদেষ্টা

টুইট ডেস্ক: দেশকে নতুনভাবে গড়তে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য এবং আস্থার পরিবেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

১ মে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, “শ্রমিক-মালিকের সহযোগিতা ও সম্পর্কের ভিত্তিতেই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।”

তিনি আরও জানান, ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের সংগ্রাম শ্রমের মর্যাদা এবং ন্যায্য মজুরির জন্য বিশ্বব্যাপী পরিচিতি পায়। সেই ঐতিহাসিক ঘটনার সম্মানে মে দিবস পালন করা হয়।

এ বছরের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ আমাদের টেকসই উন্নয়নের পথকে সুদৃঢ় করবে, বলেও মন্তব্য করেন ড. ইউনূস।

তিনি বলেন, বাংলাদেশের নানা খাতে, বিশেষত পোশাক, কৃষি, শিল্প, নির্মাণ ও পরিবহণে শ্রমিক এবং মালিকের কঠোর পরিশ্রম ও মেধা রয়েছে, যা দেশের উন্নতির মূল চালিকাশক্তি।

এছাড়া, ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ পালনের মাধ্যমে শ্রমিকের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, শ্রমিক ও মালিকের সহায়তায় দেশের অর্থনৈতিক উন্নতি আরও ত্বরান্বিত হবে।