চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া

টুইট ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার, বা তার আগেই, চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন একুশে টেলিভিশনকে।

লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরতে বেগম জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতারকে একটি চিঠি পাঠানো হয়েছে। যদি এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যায়, তবে তিনি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসবেন।

ডা. হোসেন জানিয়েছেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে ফিরতে চেষ্টা করা হচ্ছে, আর যদি তা সম্ভব না হয়, তবে বিজনেস ক্লাসে দেশে ফিরে আসার প্রস্তুতি চলছে।’

৭ জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি তার ছোট পুত্রবধু, ব্যক্তিগত চিকিৎসক এবং দলের কয়েকজন নেতা নিয়ে লন্ডন পাড়ি দিয়েছিলেন। সেখানে তিনি প্রথমে হাসপাতালে ভর্তি হন এবং পরে বড় পুত্র তারেক রহমানের বাসায় চিকিৎসা নিতে থাকেন। বর্তমানে তিনি সুস্থ অনুভব করছেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন থাকার পর, তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি দেশে ফিরতে প্রস্তুত। তবে দেশে ফিরলেও তাকে পরবর্তী চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে।

এছাড়া, খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরবেন বলে জানা গেছে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, এবং আর্থ্রাইটিসের মতো নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তবে চিকিৎসকরা ঝুঁকি এড়াতে তার লিভার প্রতিস্থাপন করেননি।