পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত
টুইট ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হলো। বুধবার (৩০ এপ্রিল) রাতে নয়াদিল্লি ঘোষণা করে, ইসলামাবাদ থেকে পরিচালিত বা নিবন্ধিত কোনো বাণিজ্যিক ও সামরিক বিমান ২৩ মে পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এই পদক্ষেপ ভারতের সর্বশেষ কূটনৈতিক ও সামরিক কড়াকড়ির প্রতিফলন। নোটিশে জানানো হয়, পাকিস্তানের ভাড়া কিংবা ইজারা নেওয়া বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এর আগে পাকিস্তান নিজেও ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। যদিও উভয় দেশ কিছুদিন ধরেই একে অপরের আকাশসীমা এড়িয়ে চলছিল বলে জানা গেছে।
ভারতের এই সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে মালয়েশিয়া ও ওশিয়ানিয়ার দিকে পাকিস্তানি বিমানের পথ দীর্ঘতর করে তুলবে, ফলে খরচ ও সময়—উভয়ই বাড়বে। একই অবস্থা ভারতের বিমানগুলোর ক্ষেত্রেও, যেগুলো পাকিস্তানকে এড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
পেহেলগামে ২২ এপ্রিল পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।
হামলার জবাবে ভারত ইতিমধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং বাণিজ্য ও দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতসহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ নেয়।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যও তার নাগরিকদের জম্মু ও কাশ্মীর ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।