আজ মহান মে দিবস: শ্রমিক-মালিক ঐক্যে নতুন দেশ গড়ার প্রত্যয়
টুইট ডেস্ক : আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’বহন করছে সম্মিলিত অগ্রগতির বার্তা।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে জীবন উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্মরণে বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ সরকারি ছুটি এবং নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। অনেক দেশেই বেসরকারিভাবে দিনটি পালন করা হয়।
দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আন্দোলনে বড় ধরনের প্রভাব ফেলেছে। সময়ের পরিক্রমায় মালিক-শ্রমিক সম্পর্ক পরিবর্তনের পাশাপাশি কাজের ঘণ্টা, মজুরি ও নিরাপত্তার মতো বিষয়গুলোতে এসেছে বড় অগ্রগতি। তবে এখনো অনেকক্ষেত্রে শ্রেণি-বৈষম্য এবং শ্রমজীবী মানুষের শোষণ পুরোপুরি দূর হয়নি।
এ প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে গঠন করেছে শ্রম সংস্কার কমিশন। ২০২৩ সালের ১৭ নভেম্বর গঠিত এ কমিশনের নেতৃত্বে আছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। ১০ সদস্যের এই কমিশন অংশীজনদের সঙ্গে পরামর্শ শেষে ২১ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ প্রতিবেদন জমা দেয়।
এছাড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যৌক্তিক কারণ ছাড়া কোনো শ্রমিককে ছাঁটাই বা চাকরিচ্যুত করা যাবে না। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি মহান মে দিবসে দেশের সব কারখানা ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
এই স্মারক স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের শ্রম শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।