ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ফের উত্তেজনায় ভারতীয় সীমান্তে পাকিস্তানি গোলাগুলিতে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের আগ্রাসনের জবাবে তারা এ পাল্টা হামলা চালিয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, ভারতীয় বাহিনী প্রথমে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি শুরু করে। এরপর পাকিস্তানের সেনারা পাল্টা জবাব দেয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতীয় সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়।
পাক সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ভারতে প্রথম গুলি চালাইনি। তবে প্রতিটি আক্রমণের জবাবে কঠোর ও উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক অনানুষ্ঠানিক সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
এই ঘটনায় সীমান্তের আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। বেসামরিক জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এবার চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস হওয়ার ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা।