রাজশাহীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার দুর্গাপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে দুর্গাপুর থানাধীন পালি বাজার এলাকার মো. মিঠুনের বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার উপর থেকে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শরীফ আলী (২৫)। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার রাজবাড়ী গ্রামের মো. হেকমত আলীর পুত্র।
রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাহাবুব আলম ও তার ফোর্স রাত ১১টা ৩০ মিনিটের দিকে দুর্গাপুর বাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযানে নিযুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাঘা থানার দুর্গম চর এলাকা থেকে একজন ব্যক্তি একটি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সিএনজিযোগে দুর্গাপুর হয়ে নাটোরের নলডাঙ্গার দিকে যাচ্ছেন।
এই তথ্যের ভিত্তিতে রাত ১১:৩৫ টার দিকে অভিযান শুরু করে ডিবি পুলিশ। অভিযুক্ত শরীফ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পালি বাজারে পথরোধ করা হয়। দেহ তল্লাশি চালিয়ে তার কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র পরিবহন ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে শরীফ আলীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।