পাকিস্তান: ভারতের হামলা ২৪-৩৬ ঘণ্টার মধ্যে, গোয়েন্দা তথ্যে ইঙ্গিত

টুইট ডেস্ক : ভারতের আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের মতে, তারা এই বিষয়ে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পেয়েছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ঘটে যাওয়া প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা তীব্র হয়েছে। ভারত পাকিস্তানকে হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার একটি সংবাদ সম্মেলনে জানান, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করে ভারত যে অভিযোগ তুলেছে, তা ভিত্তিহীন। তিনি দাবি করেছেন, ভারত অযথা উত্তেজনা সৃষ্টি করছে এবং ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে।

তারার আরও বলেন, “ভারত নিজে যে কোনো প্রকার সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান তা কঠোরভাবে মোকাবেলা করবে।” তিনি একে ‘অহঙ্কারী’ এবং ‘বেপরোয়া’ আচরণ হিসেবে উল্লেখ করেন।

পেহেলগামে হামলার জন্য পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে দায়ী করে ভারত। ভারতের দাবি, এই গোষ্ঠীটি লস্কর-ই-তৈয়বার সহায়তায় কাজ করে। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে এবং হামলার সত্যতা উদঘাটনের জন্য ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ তদন্তের প্রস্তাব দিয়েছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায়, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের এবং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করেছেন।

অপরদিকে, গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরের সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা পাকিস্তান সেনাদের ‘যথাযথ জবাব’ দিয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।