কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৪
টুইট ডেস্ক: কলকাতা শহরের বড়বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই শিশু, এক নারী এবং ১১ জন পুরুষ। সবাই দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।
আগুন লাগে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সময়, ‘ঋতুরাজ’ নামের একটি ছয়তলা হোটেলে। অল্প সময়েই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ এবং উপরতলার কক্ষগুলোতে অতিথি ও কর্মীরা থাকতেন।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ৩টার দিকে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
আগুনের উৎস এখনও জানা যায়নি। ঘটনার পরপরই পশ্চিমবঙ্গের নগর ও পৌরসভামন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করবে এবং একটি এফআইআর দায়ের করা হবে।
এদিকে হোটেলের মালিক ঘটনার পর থেকে পলাতক। তাকে খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ।
সূত্র-এনডিটিভি অনলাইন, দ্য ওয়াল, নিউজ ১৮