কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি, চলমান উত্তেজনা

টুইট ডেস্ক: কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা আবারও ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর শুরু হওয়া এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে এটি টানা ছয়দিন ধরে চলতে থাকা সংঘর্ষের অংশ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের পারগওয়াল সেক্টরে পাকিস্তান থেকে ভারী গুলিবর্ষণ করা হয়। ভারতীয় সেনাবাহিনী জানায়, তারা প্রতিটি গোলাগুলির ঘটনায় “কার্যকর জবাব” দিয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

এই গোলাগুলির ঘটনা ঘটে এমন সময়ে যখন কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, এবং কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, এর পর পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এছাড়া, ওই হামলার পর দুই দেশ একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দ্রুত ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ফলে ভারত ও পাকিস্তানের নাগরিকরা একে অপরের দেশে ফিরে যেতে শুরু করেছেন।