মানবতার কান্না সীমান্তে: সন্তান ও স্বামীকে রেখে ফিরে গেলেন পাকিস্তানি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে ফের উত্তেজনা দেখা দেয়। এর জেরে ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা বাতিল করে দেয়, পরদিন পাকিস্তানও একই সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের পর ভারতে বসবাসরত পাকিস্তানি নারীদের দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ কার্যকর হওয়ার পর সীমান্তে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

অনেক পাকিস্তানি নারীকে দেখা যায়—তাদের ভারতীয় স্বামী ও সন্তানদের কাঁদতে কাঁদতে বিদায় জানাচ্ছেন। কারো কোলে শিশু সন্তান, কেউ চোখের পানি মুছছেন স্বামীর কাঁধে মাথা রেখে। অনেকেই সন্তানদের ভারতে রেখে যেতে বাধ্য হয়েছেন, কারণ তারা ভারতীয় নাগরিক।

বিশ্ববিখ্যাত বার্তা সংস্থা এএফপি এ আবেগঘন মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে। ছবিতে দেখা যায়, একজন পাকিস্তানি নারী তার ভারতীয় স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছেন, আবার এক নারী ছোট ছেলেকে বিদায় জানিয়ে নিজ দেশে ফিরছেন।

এই ঘটনা কেবল দুই দেশের সীমান্ত সংকট নয়, মানবিক বিচ্ছিন্নতার নির্মম বাস্তবতাও তুলে ধরে। এই মানুষগুলোর ভালোবাসা ছিল বাস্তব, কিন্তু রাজনীতির শীতল বাস্তবতায় সেই সম্পর্ক আজ থমকে গেছে।

একজন পাকিস্তানি নারী বিদায় দেয়ার সময় বলেন, “আমার ছেলে ভারতীয়, আমি পাকিস্তানি। কিন্তু মা তো সবার আগে মা। কাকে রেখে যাবো?

এই মুহূর্তগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, রাজনীতি যতই কঠোর হোক, ভালোবাসা আর সম্পর্ক কখনো জাতি, ধর্ম বা কূটনৈতিক সম্পর্কের বাধা মানে না।