সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্য আটক
টুইট ডেস্ক: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চাঁদেরহাট সীমান্তে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, আটককৃত বিএসএফ সদস্য উপল কুমার দাস সীমান্তের ৩৩৪ নম্বর পিলার সংলগ্ন সাব-পিলার ৬-এর কাছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। আটকের সময় তিনি পোশাক পরিহিত ছিলেন, তবে তার কাছে কোনো অস্ত্র ছিল না ।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের এই অনুপ্রবেশের ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, সীমান্তে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে উভয় পক্ষের সতর্কতা ও পারস্পরিক সমঝোতা প্রয়োজন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আটককৃত বিএসএফ সদস্য বিজিবি সদস্যদের কাছে পা ধরে ক্ষমা প্রার্থনা করছেন।