আরও এক লাখ রোহিঙ্গাকে আশ্রয়ের অনুরোধ জাতিসংঘের

টুইট ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে নতুন করে আসা প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)। বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শরণার্থী বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত সপ্তাহে ইউএনএইচসিআর-এর একটি চিঠি পেয়েছি, যেখানে নতুন করে আশ্রয়ের অনুরোধ করা হয়েছে।”

বর্তমানে এসব রোহিঙ্গা সীমান্তবর্তী এলাকায় অস্থায়ীভাবে স্কুল, মসজিদ বা তাঁবুতে অবস্থান করছেন। প্রায় ২৯ হাজার ৬০০ পরিবার, যাদের মধ্যে মাত্র এক সপ্তাহেই এসেছে ১,৪০০ পরিবার, তারা রাখাইন থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

তবে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি, কারণ নতুন করে রোহিঙ্গা গ্রহণ করলে পুনর্বাসন ও প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে সহিংসতার মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর কক্সবাজারের কুতুপালংয়ে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। সেখানে বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

সাম্প্রতিক সংঘাতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াইয়ে সীতওয়ে ছাড়া পুরো রাখাইন রাজ্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে, যা সীমান্তে নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা বাড়িয়েছে।