প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী নির্বাচন কমিশন
টুইট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন অডিটোরিয়ামে আয়োজিত ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে তাদের ভোটের অধিকার চেয়ে আসছেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসীদের ভোটিং ব্যবস্থা চালু করার জন্য কার্যক্রম শুরু করেছি।”
এ এম এম নাসির উদ্দিন বলেন, “বিশ্বের অনেক দেশেই প্রবাসী ভোটিং ব্যবস্থা রয়েছে। আমরা এটি চালু করতে চাই, যদিও অনেক দেশ নানা সমস্যার কারণে এখনও তা বাস্তবায়ন করতে পারেনি। এমনকি পাশের দেশ ভারতও এখনও এ ব্যবস্থা চালু করতে পারেনি। তবে আমরা চাই, সীমিত পরিসরে হলেও প্রবাসীদের জন্য ভোটিং ব্যবস্থা চালু হোক।”
তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির পাশাপাশি গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।