১৫ বছর পুলিশকে দলীয় বাহিনী বানানো হয়েছিল: প্রধান উপদেষ্টা

টুইট ডেস্ক: রাজারবাগ পুলিশ লাইনে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “পুলিশ সপ্তাহ ২০২৫”। তিন দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদান তুলে ধরেন এবং বলেন, “পুলিশ সদস্যরা শুধু অপরাধ দমনেই নয়, দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব ও মানবিকতার সংমিশ্রণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “নিরপেক্ষ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব পুলিশই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি মজবুত করে।”

প্রধান উপদেষ্টা আরোও বলেন, নির্বাচনের আগের সময়টা বেশ কঠিন। তাই পুলিশকে সজাগ থাকতে হবে পরাজিত শক্তি যেন কোনভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ে। তবে পুলিশকে উজ্জীবিত করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয়, সেজন্য সরকার কাজ করছে।

তিনি বলেন, স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ে। তবে পুলিশকে উজ্জীবিত করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুলিশের কাজের সহায়ক পরিস্থিতি যাতে তৈরি হয়, সেজন্য সরকার কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। পুলিশের বিভিন্ন ব্যান্ড দল ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী সদস্যরা পেশাগত দক্ষতার এক অনন্য প্রদর্শনী উপস্থাপন করেন।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য: “জনতার পুলিশ: নির্ভরতার প্রতীক”, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের বন্ধনকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

পুলিশ সপ্তাহ চলাকালীন আয়োজিত হবে বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, পদক প্রদান অনুষ্ঠান এবং পুলিশ সদস্যদের অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ।

অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস রাজারবাগ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এবারের পুলিশ সপ্তাহটি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে, যেখানে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ নেতৃত্ব।