রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মেহেদী হাসান হিরো ও ফারুক উদ্দিন শাহ (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৮শে এপ্রিল) পৌনে ৩ টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল পুঠিয়া উপজেলার কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে আটক করে। র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল সোমবার ২৮শে এপ্রিল পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) তল্লাশী করে ৪০.১ কেজি গাঁজা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মোঃ আব্দুল আউয়ালের ছেলে মোঃ মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুর জেলার শাহাপাড়া থানার বড় হাশিমপুর-চিরিরবন্দর গ্রামের মৃতঃ আলিম উদ্দিন শাহ ছেলে মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫)কে আটক করেন। তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ টি সিম উদ্ধার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে।

স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।