ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন আতপ চাল
টুইট ডেস্ক: ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এই চাল আমদানি করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় এই চাল পাঠানো হয়েছে। ‘এমভি থাই বিন ০৯’ নামের জাহাজটি ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, চুক্তি অনুযায়ী ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির পরিকল্পনা ছিল। ইতোমধ্যে সেই পুরো চালান দেশে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দরে আসা চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক পাওয়ায় এখন চাল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুতই এসব চাল দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন ও বিতরণের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়।
চালের এ চালান খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি মজুত শক্তিশালী করার অংশ হিসেবে আমদানি করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেও এই আমদানিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানান, বিশ্ববাজারে চালের দামে অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে দ্রুত চাল আমদানির ব্যবস্থা করা হয়েছে। এতে করে প্রয়োজনে দরিদ্র জনগোষ্ঠীর জন্য চাল সরবরাহে কোনো সমস্যা হবে না।