মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
টুইট ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যা মামলায় চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরার ‘টক টু আলজাজিরা’ অনুষ্ঠানে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকারে ড. ইউনূস আলোচনা করেন জুলাই বিপ্লব, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, দুর্নীতির অভিযোগ, রোহিঙ্গা সংকটসহ নানা প্রসঙ্গে।
সাক্ষাৎকারে সঞ্চালক প্রশ্ন করেন, শেখ হাসিনার শাসনামলে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের জন্য তিনি কীভাবে বিচার নিশ্চিত করবেন। উত্তরে ড. ইউনূস বলেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ইতিমধ্যে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে সব নথিপত্র সংরক্ষিত আছে। তাই নতুন করে তদন্তের প্রয়োজন হয়নি। এখন সেই নথির ওপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমাদের নিজস্ব গবেষণাতেও প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করছি, এই মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতেই বিচার কার্যক্রম শুরু হবে। যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, কেউই রেহাই পাবে না।”
নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ঐতিহাসিক নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংস্কারের পরিমাণের ওপর নির্ভর করে নির্বাচনের সময় নির্ধারিত হবে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দলটি নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যাবে কি না। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।