ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়া বার্তা, মন্ত্রণালয়ের সতর্কতা

টুইট ডেস্ক : পহেলগাম হামলার পরে ভারতীয় সেনাবাহিনীতে আধুনিকায়ন, আহত যোদ্ধা এবং যুদ্ধে শহীদদের নামে হোয়াটসঅ্যাপে ভুয়া খুদে বার্তা পাঠিয়ে মানুষের কাছে অর্থ দাবি করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বার্তাকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে একটি বিবৃতি জারি করেছে। এতে মানুষকে এ ধরনের ভুয়া বার্তা এড়িয়ে চলতে আহ্বান করা হয়েছে।

এই বার্তায় মানুষকে একটি নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দান করতে বলা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে মন্ত্রিসভার এক সিদ্ধান্ত এবং জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেতার নামও উল্লেখ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ওই ক্ষুদে বার্তাটিতে একটি ভুল অ্যাকাউন্ট নম্বর রয়েছে জানিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ কারণে অনলাইনে দেওয়া অনুদান প্রত্যাখ্যান করা হচ্ছে।

সকলের এই ধরনের বার্তার বিষয়ে সাবধান থাকা উচিত বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে নিহত ও আহত সৈনিকদের কল্যাণে সরকার অনেক প্রকল্প শুরু করেছে। এর আওতায় ২০২০ সালে সশস্ত্র বাহিনী যুদ্ধ দুর্ঘটনা কল্যাণ তহবিল (এএফবিসিডব্লিউএফ) প্রতিষ্ঠা করা হয়েছে। সৈনিকদের এ প্রকল্প থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই প্রকল্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সৈনিক কল্যাণ রক্ষণাবেক্ষণ করে।