জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
টুইট ডেস্ক : আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো, ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এই দিবসটি ২০১৩ সাল থেকে দেশে আইনগত সহায়তার প্রচারের অংশ হিসেবে প্রতি বছর জাতীয়, জেলা এবং স্থানীয় পর্যায়ে উদযাপন করা হয়।
আজকের দিবসের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আইনগত সহায়তা সেবা প্রসারের জন্য র্যালি আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে।
২০১৩ সালে, আর্থিকভাবে অসচ্ছল এবং নানাবিধ সামাজিক সমস্যায় জর্জরিত বিচারপ্রার্থীদের জন্য এই দিনটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এই দিবসের মাধ্যমে সরকার প্রতিবছর জনগণকে আইনি সহায়তা প্রদান করার জন্য আরও উৎসাহিত করে থাকে।
দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ, পোস্টারিং এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান। এছাড়া, মানবাধিকার সংগঠন, এনজিও, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, থানা কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ড. মো. রেজাউল করিম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের পাবলিক রিলেশনস অফিসার জানান, সরকার গত মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দিয়েছে। সুপ্রিম কোর্ট এবং দেশের অন্যান্য লিগ্যাল এইড অফিস, শ্রমিক আইনগত সহায়তা সেল, জাতীয় হেল্পলাইন (টোল ফ্রি-‘১৬৪৩০’) এর মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে।