রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাড়ে ৭শ ওএমআর বাতিল
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পরীক্ষার ফল প্রকাশের পর জানা গেছে, প্রায় সাড়ে সাতশো শিক্ষার্থীর ওএমআর শিট বাতিল হয়েছে বৃত্ত ভরাটের ত্রুটির কারণে।
গত ১৯ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৫ এপ্রিল সন্ধ্যায় ফল প্রকাশিত হয়। ফল ঘোষণার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা ওএমআর শিট সংশোধনের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন।
এর আগে ‘বি’ ইউনিটের পরীক্ষায় মাত্র ৯টি ওএমআর বাতিল হলেও, ‘এ’ ইউনিটে এই সংখ্যা কয়েকশতে পৌঁছায়। ‘বি’ ইউনিটে ত্রুটি পাওয়া শিটগুলো ম্যানুয়ালি চেক করে সংশোধন করা হলেও, ‘এ’ ইউনিটে তা না করে সরাসরি বাতিল করা হয়েছে- যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাজিদুল ইসলাম বলেন, “হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের উচিত ছিল বৃত্ত ভরাটের ভুল সংশোধন করা। এখানে শিক্ষকেরও গাফিলতি রয়েছে।”
ভর্তিচ্ছু মো. আরমান আলিফ হতাশ হয়ে বলেন, “এক বছর পরিশ্রম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছিলাম। পরীক্ষাও ভালো হয়েছিল। কিন্তু এখন জানতে পারলাম আমার রোল নাম্বার ভুলের কারণে ওএমআর বাতিল হয়েছে। আমাদের জীবন নিয়ে যেন এভাবে খেলা না হয়।”
ভুক্তভোগী শিক্ষার্থী মাঈসা মাহাজাবিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একটা বছর অক্লান্ত পরিশ্রম করেছি। যদি মেধা অনুযায়ী চান্স না পেতাম, মেনে নিতাম। কিন্তু ওএমআর ভরাটের ভুলের কারণে বাতিল হওয়াটা সহ্য করা অসম্ভব।”
এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, “বিষয়টি জানতে পেরে আমরা জরুরি মিটিং আহ্বান করেছি। যেহেতু সংখ্যাটা বেশি, তাই শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বর্তমানে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি মানবিক বিবেচনায় ওএমআর শিটগুলো পুনর্মূল্যায়নের জোর দাবি জানিয়েছেন।