আফগানিস্তানে ভারতের গোপন খেলা: বিতর্ক ছড়াল মুসলিম বিশ্বে

বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের কার্যকরী পররাষ্ট্রমন্ত্রী ও তার দলের সঙ্গে শীর্ষ ভারতীয় কূটনীতিকদের সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্যে ভারতীয় প্রতিনিধিদের ‘ভুয়া তালেবান ব্রোকার’ বলে আখ্যায়িত করা হয়েছে।

টুইটারভিত্তিক সংগঠন ‘Voice of Bangladeshi Muslims’ (@VOBMUSLIMs) এক পোস্টে দাবি করেছে, এসব ভারতীয় কূটনীতিকরা প্রকৃতপক্ষে তালেবানের প্রতিনিধিত্ব করছে না; বরং তারা ভারতের স্বার্থে তালেবানের ছদ্মবেশে কাজ করছে।

পোস্টটিতে আরও বলা হয়, এই ভারতীয় প্রতিনিধিরাই আবার পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নিজেদের স্বীকৃতি আদায়ের জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। এতে ‘কালিমা শরীফের অবমাননা’ করার অভিযোগও তোলা হয়। পোস্টের ভাষায়, “এরা আসলে নরকের কুকুর।”

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে ভারতের সক্রিয় কূটনৈতিক তৎপরতা দীর্ঘদিন ধরেই বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে তালেবান সরকারকে ঘিরে আন্তর্জাতিক মঞ্চে যখন স্বীকৃতি পাওয়া নিয়ে টানাপোড়েন চলছে, তখন ভারতের এ ধরনের পদক্ষেপ ইসলামপন্থী গোষ্ঠী এবং পাকিস্তানপন্থী মহলে ক্ষোভের জন্ম দিচ্ছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর অধিকাংশ দেশ এখনও সরকারটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে ভারত কিছু মানবিক সহায়তা ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তালেবানের সঙ্গে সীমিত আকারে যোগাযোগ বজায় রাখার কৌশল নিয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, কূটনৈতিক এই চেষ্টাগুলো আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের উত্তেজনা ও দ্বন্দ্ব উস্কে দিতে পারে।