দলে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

টুইট ডেস্ক : চট্টগ্রামে সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ফলে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। এই ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনতে হয়েছে, এবং অভিষেক হতে যাচ্ছে তানজিম সাকিবের।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় দ্বিতীয় টেস্ট।

পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ার কারণে নাহিদ রানা নেই। তার জায়গায় অভিষেক হচ্ছে পেসার তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হয়েছেন এনামুল হক। এছাড়া, অফ স্পিনার নাঈম হাসানও দলে রাখা হয়েছে, ফলে একাদশে স্পিনার সংখ্যা দাঁড়িয়েছে তিন।

এদিকে, সিরিজ জেতার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়েও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে উইকেটের পেছনে সহজ ক্যাচ ছেড়ে দেওয়া নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। এছাড়া, জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির।

প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য দিয়েও জয় তুলে নিতে পারেনি তারা।