ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে মোদির মন্তব্য প্রকাশ
টুইট ডেস্ক: গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সরকারের একাধিক প্রতিবাদ সত্ত্বেও ভারত এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস জানান, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার অনুরোধ জানান। তবে মোদি সাফ জানিয়ে দেন, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, ফলে তিনি শেখ হাসিনার বক্তব্য নিয়ন্ত্রণ করতে পারবেন না।
আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কারের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আমি মোদিকে বলেছিলাম, যদি শেখ হাসিনা ভারতেই থাকেন, তবে তার বক্তব্য বন্ধ করা উচিত। কারণ এগুলো বাংলাদেশের ভেতর উত্তেজনা বাড়াচ্ছে। মোদি জবাবে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে সামাজিকমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তাই তিনি কিছু করতে পারবেন না।”
ড. ইউনূস আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এ কারণে সরকার এখন আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।