অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শকরা

টুইট ডেস্ক : দেশের পর বিদেশেও প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। নর্থ আমেরিকা, ইউরোপের পর এবার ওশেনিয়ায় মুক্তি পেল সিনেমাটি। গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে ছিল ‘বরবাদ’র দুটি শো। সেখানে শো-গুলো হাউজফুল তো গেছেই, এমনকী টিকিটি না পেয়ে ফিরেও গেছে দর্শকেরা।

অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই ছবি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে ছবিটি। দুই দেশে ‘বরবাদ’ যৌথভাবে পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।