উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক
টুইট ডেস্ক: পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণের পর, শরিবার (২৬ এপ্রিল) রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন।
দু’দেশের এই শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন বাংলাদেশের সাথে উরুগুয়ের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি ঢাকার সাথে মারকোসুর (MERCOSUR) জোটভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, যাতে পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করা যায়।
অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেটকিন যুব বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ (social business enterprise) সম্প্রসারণের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা উভয়ে “তিন শূন্য” (Three Zero) — অর্থাৎ শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য কার্বন নিঃসরণ — অর্জনের লক্ষ্যে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা ইউনুস নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে বাংলাদেশের সফরে আসার আমন্ত্রণ জানান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।