পহেলগাম হামলা নিয়ে বিতর্কিত পোস্ট: আসামে ১০ জন গ্রেফতার
বিশ্ব ডেস্ক: কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ও দেশবিরোধী পোস্ট ছড়ানোর অভিযোগে আসাম সরকার কঠোর অবস্থান নিয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শনিবার (২৬ এপ্রিল) ঘোষণা করেছেন, এ ধরনের পোস্টের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আসাম মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (CMO) পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইতিমধ্যে রাজ্য পুলিশের সাইবার ইউনিট ১০ জন ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করেছে, যারা সামাজিক মাধ্যমে হামলার ঘটনা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন বা পাকিস্তানের পক্ষে মন্তব্য করেছিলেন।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আসাম CMO লিখেছে-
“পহেলগামে সন্ত্রাসী হামলাকে যারা ন্যায্যতা দিতে বা ধামাচাপা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আসাম সরকার কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।”
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতিক্রিয়া
গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন-
“আমি বুঝতে পারছি না কিভাবে এই দুঃসময়ে কেউ দেশবিরোধী মন্তব্য করতে পারে। কিন্তু এটুকু নিশ্চিত করতে পারি, যারা এ ধরনের কাজ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, পাকিস্তানপন্থী মন্তব্যের জন্য সোনাই থানার রামনগরের এক বাসিন্দা এবং শিলচর থানার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত ও ১২ জন আহত হন। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক ছাড়াও কয়েকজন বিদেশি পর্যটকও ছিলেন। এই হামলার পর সারা ভারতে নিন্দার ঝড় ওঠে।
এই প্রেক্ষাপটে, আসাম সরকার সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো ও হামলার ‘ন্যায্যতা দেওয়ার’ অপচেষ্টাকে ‘দেশদ্রোহিতার সামিল’ বলে চিহ্নিত করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন (UAPA) সহ কঠিন ধারায় মামলা দায়ের করছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল ফরেনসিক তদন্তের মাধ্যমে পোস্ট শনাক্ত, আইটি আইন, সন্ত্রাস দমন আইন ও রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা দেওয়া হচ্ছে।
তদন্ত অব্যাহত, আরও গ্রেফতার হতে পারে
আসাম সরকার বলেছে, দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জনগণকে আহ্বান জানিয়েছেন, দেশের ঐক্য ও সংহতির বিরুদ্ধে কোনো ধরনের প্রচারণা থেকে দূরে থাকতে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে পুলিশকে অবহিত করতে।