কেএফসি প্রোমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ক্যারিমিনাতি
টুইট ডেস্ক : গাজায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বয়কট চলছে। সেই তালিকায় যুক্ত হয়েছে গ্লোবাল ফাস্টফুড ব্র্যান্ড কেএফসি, যাদের শত শত আউটলেট বন্ধ হয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে।
বয়কটের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত তারকাদের ওপরও। সম্প্রতি কেএফসি’র প্রোমোশনে অংশ নেওয়ায় তোপের মুখে পড়েছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার অজয় নাগর, যিনি ‘ক্যারিমিনাতি’ নামে অধিক পরিচিত। ফলাফল—কয়েক দিনের মধ্যেই হারিয়েছেন ৩ লাখেরও বেশি ফলোয়ার।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ক্ষুব্ধ নেটিজেনরা একযোগে তাকে আনফলো করছেন। কেউ লাইভে এসে, আবার কেউ ভিডিও রেকর্ড করে ‘আনফলো’ করার প্রমাণ দিচ্ছেন। মূলত, ফিলিস্তিনের ইস্যুতে সংবেদনশীল জনগোষ্ঠীর মধ্যে তার কেএফসি প্রোমোশন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ক্যারিমিনাতির ইনস্টাগ্রামেই রয়েছে ২২ মিলিয়নের বেশি ফলোয়ার। সেই বিপুল ভক্তসমষ্টির মধ্য থেকেই এখন পর্যন্ত কয়েক লক্ষ অনুগামী হারিয়েছেন তিনি।
তবে বিতর্কের সঙ্গে অজয়ের এটি প্রথম সংযোগ নয়। ২০২০ সালে ‘ইউটিউব বনাম টিকটক- দ্য এন্ড’ রোস্ট ভিডিও নিয়েও চরম বিতর্কে জড়ান তিনি। তখন সাইবার বুলিং ও আপত্তিকর ভাষার অভিযোগে ইউটিউব থেকে সেই ভিডিও সরিয়ে দেওয়া হয়।