পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পক্ষে সুর চড়ালেন সৌরভ গাঙ্গুলি

টুইট ডেস্ক : কাশ্মির ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের পুরোনো বৈরিতা আরও তীব্র হয়েছে। জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। এরই প্রেক্ষিতে নানা ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পদক্ষেপ নিচ্ছে ভারত, আর সেই দাবিতে সুর মিলিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলিও।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সাবেক সভাপতি গাঙ্গুলি বলেন, “পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। সন্ত্রাসবাদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতি বছর এভাবে ঘটনা ঘটতে থাকলে, তা আর হাস্যকর পর্যায়ে পৌঁছে যাবে। এখনই কঠোর পদক্ষেপ দরকার।”

তবে ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে গাঙ্গুলি সরাসরি কিছু বলেননি। ফলে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআই নাকি ভাবছে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে চিঠি দিয়ে আবেদন করার, যাতে বিশ্বকাপ বা এশিয়া কাপে আর ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না ফেলা হয়।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, “ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী কাজ করবে। এখন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। বৈশ্বিক আসরে মুখোমুখি লড়াই হবে কি না, তা নির্ধারণ করবে আইসিসি। বর্তমান পরিস্থিতির খবর আইসিসির জানা আছে।”

কাশ্মিরের সাম্প্রতিক হামলা ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ক্রিকেটীয় সম্পর্ককেও নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।