ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী
টুইট ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কার নিয়ে মতবিনিময়ে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
দলের অন্যান্য প্রতিনিধিরা হলেন-সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ কয়েকজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।
বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, রাষ্ট্র সংস্কার শুধু সরকারের একক কাজ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, দেশের ৫৪ বছরের অভিজ্ঞতায় মানুষের মধ্যে হতাশা জমেছে। তবে চব্বিশের গণ-অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু হয়েছে, তা ব্যর্থ হওয়া উচিত নয়। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনের দাবি জানান এবং জাতীয় ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে, গত ২০ মার্চ জামায়াত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছিল, যেখানে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা এবং দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনের দাবি ছিল। দলটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দিতেও প্রস্তুত বলে জানায়।
উল্লেখ্য, এর আগে বিএনপিও তিন দফায় কমিশনের সঙ্গে বৈঠক করেছে।