সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে: ট্রাম্প

টুইট ডেস্ক : সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশাবাদ জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ এপ্রিল) টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ট্রাম্প বলেন, “সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।” উল্লেখ্য, তার প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সেই ঐতিহাসিক চুক্তির ধারাবাহিকতায় এবার সৌদি আরবকেও যুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

মে মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, সফরের অংশ হিসেবে সৌদি আরব সফর করবেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, এই সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বিশাল অস্ত্র বিক্রয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। সফরের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসন সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে ব্যর্থ হলেও ট্রাম্প প্রশাসন এবার বড় অঙ্কের অস্ত্র বিক্রির প্রস্তাব সামনে রেখে বিষয়টি এগিয়ে নিচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদি আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। দ্বিতীয় মেয়াদে সেই সম্পর্ক আরও মজবুত করার পরিকল্পনায় কাজ করছে তার দল।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান পররাষ্ট্রনীতি হলো- সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা।