ভারতের সব রাজ্যে পাকিস্তানি নাগরিক শনাক্তের নির্দেশ দিলেন অমিত শাহ
টুইট ডেস্ক : পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে দ্রুত দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২৫ এপ্রিল) সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে এক চিঠিতে এই নির্দেশ দেন তিনি।
চিঠিতে অমিত শাহ বলেন, “রাজ্যে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করুন এবং দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।” সূত্র জানায়, এর আগে দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন অমিত শাহ, এরপরই এই চিঠি পাঠানো হয়। বৈঠকের আলোচ্য বিষয়গুলো সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
প্রসঙ্গত, সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি গোষ্ঠী, যাদের লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা।
এই হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে নয়াদিল্লি। পাকিস্তানিদের জন্য ভারতের ভিসা প্রদানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি কাশ্মিরকে পাকিস্তানের ‘গলার ধমনি’ বলেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।