আইপিএলে নোটবুক উদযাপন; আলোচনায় দিগ্বেশ রাঠী

টুইট ডেস্ক : আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তরুণ পেসার দিগ্বেশ রাঠী শুধু বল হাতে নয়, অভিনব উইকেট উদযাপন দিয়েও নজর কেড়েছেন। তার ‘নোটবুক’ স্টাইলে উদযাপন এখন যেন তার নিজস্ব পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই স্টাইলে উদযাপন করায় বারবার শাস্তির মুখেও পড়তে হয়েছে তাকে।

এই উদযাপনের সূত্রপাত পাঞ্জাব কিংসের বিপক্ষে, যখন প্রিয়াংশু আর্চকে আউট করে প্রথমবার ‘নোটবুক’ বের করেন দিগ্বেশ। বিষয়টি নিয়ে তিনি বলেন, “প্রিয়াংশু আমার ঘনিষ্ঠ বন্ধু। ম্যাচের আগেই দুজন মজার ছলে ঠিক করেছিলাম ও যদি আমাকে বড় শট মারে, তাহলে উদযাপন করবে। আর আমি যদি ওকে আউট করি, তাহলে আমি করব। পরে শুধু আমার নোটবুকে ওর নামটাই লিখেছিলাম।”

তবে বিতর্ক শুরু হয় উদযাপন ঘিরে। কেউ কেউ এটিকে প্রতিপক্ষকে অপমান হিসেবে দেখলেও, দিগ্বেশ বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন-“আমি কাউকে হেয় করতে চাইনি। এটা ছিল নিছক বন্ধুত্বের খুনসুটি।”

বিসিসিআই অবশ্য বিষয়টিকে হালকাভাবে নেয়নি। নিয়ম লঙ্ঘনের দায়ে দিগ্বেশকে একাধিকবার সতর্ক করা হয়েছে ও শাস্তিও দেওয়া হয়েছে। সে প্রসঙ্গে দিগ্বেশ বলেন, “বোর্ডের নিয়মের বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এখন আর খোলা মাঠে লিখি না-মনের ভেতরই রেখে দিই।”

উইকেট নেওয়ার পর তিনি কী লেখেন? জানতে চাইলে দিগ্বেশ হেসে বলেন, “ওটা গোপন। বলা যাবে না।”