পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার প্রস্তাব
টুইট ডেস্ক : জম্মু-কাশ্মিরে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সৃষ্টি হওয়া ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।
শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, “ভারত ও পাকিস্তান ইরানের নিকটতম ভাতৃপ্রতীম প্রতিবেশী। আমাদের সম্পর্ক শত শত বছরের সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। এই সংকটময় সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লিতে অবস্থিত আমাদের দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্র তৈরি করতে আমরা প্রস্তুত।”
আরাগচি তাঁর প্রস্তাবটি মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ প্রকাশ করেন এবং পার্সিয়ান কবি সাদির একটি বিখ্যাত উদ্ধৃতি ব্যবহার করেন: “মানুষ একটি একক দেহের মতো, একজন ব্যথিত হলে পুরো দেহই কষ্ট পায়।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত কড়া পদক্ষেপ নেয়-সিন্ধু নদ চুক্তি বাতিলের ইঙ্গিত, পাকিস্তানিদের ভিসা বন্ধ এবং সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা।
পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ এবং ভারতীয়দের ভিসা বাতিল করে।
ভারতের জলশক্তিমন্ত্রী ঘোষণা দিয়েছেন, “সিন্ধুর এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা নিচ্ছি।” এর জবাবে পাকিস্তান জানায়, “পানির প্রবাহ বন্ধের চেষ্টা যুদ্ধের শামিল, এবং সেইভাবেই আমরা প্রতিক্রিয়া জানাব।”