রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
টুইট ডেস্ক : ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার স্থানীয় সময় তিনি দূতাবাসে গিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন ড. ইউনূস। আজ শনিবার ভ্যাটিকান সিটিতে এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক ইউনূসের কাজের একজন বড় অনুরাগী ছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইউনূসের ‘তিন শূন্য’ দর্শন-যেখানে বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না-তাঁকে গভীরভাবে প্রভাবিত করে।
২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসের সঙ্গে পোপ যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ শুরু করেছিলেন ভ্যাটিকান থেকেই।