জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী চিরুনি অভিযান: ভারতের পাশে আমেরিকা
টুইট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের চারটি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে ভারতের নিরাপত্তা বাহিনী। পুলওয়ামা, হান্দওয়াড়া, কুলগাম এবং কাথুয়া এলাকায় সকাল থেকে চলছে চিরুনি তল্লাশি। অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট।
স্থানীয় সূত্রের বরাতে একাধিক গনমাধ্যম হতে জানা গেছে, একাধিক সন্দেহভাজনের বাড়িতে হানা দিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হচ্ছে। অভিযান কেন্দ্রীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, “কাশ্মীর উপত্যকায় শান্তি রক্ষার স্বার্থে ও নিরাপরাধ নাগরিকদের সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে। দেশবিরোধী উপাদানদের বিনাশে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
অভিযান চলাকালে বেশ কিছু বাড়িতে তল্লাশির সময় গোপন চেম্বার, সন্দেহজনক ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন ও ডকুমেন্টস জব্দ করা হয়েছে। তল্লাশি চলাকালে কিছু এলাকা থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় জনগণের প্রতিক্রিয়া
এদিকে, এলাকাবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, এই অভিযান সন্ত্রাস নির্মূলে কার্যকর হবে, আবার কেউ কেউ নিরাপত্তা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে প্রশাসন আশ্বস্ত করেছে, নিরীহ জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষা করেই অভিযান পরিচালিত হচ্ছে।
পূর্ববর্তী হামলার প্রেক্ষাপট
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কুলগামে পুলিশের উপর হামলা ও পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর গুলিবর্ষণের ঘটনায় কয়েকজন জওয়ান নিহত হন। এইসব ঘটনার পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আজকের এই সমন্বিত অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সমর্থন
এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর টুলসি গ্যাবার্ড। তিনি এক বিবৃতিতে বলেন—
“সন্ত্রাসবাদ দমনে ভারতের সাহসী উদ্যোগকে আমেরিকা পূর্ণ সমর্থন জানায়। ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমরা প্রস্তুত।”
কাশ্মীর পুলিশের আইজি, রাজ্য সরকারের হোম সেক্রেটারি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাচ্ছে। যেকোনও বড় ধরনের সন্ত্রাসী পরিকল্পনা ব্যর্থ করতে তারা প্রস্তুত বলে জানানো হয়েছে।
কাশ্মীরের মাটিতে শান্তি ফিরিয়ে আনতে ভারত সরকার যে আপসহীন অবস্থান নিয়েছে, তা এই অভিযানে স্পষ্ট। আন্তর্জাতিক সমর্থনও ভারতের অবস্থানকে শক্তিশালী করছে।
পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে; টুইটনিউজ২৪ সর্বশেষ আপডেট নিয়মিত প্রকাশ করে যাবে।