কাশ্মিরে হামলা ‘সাজানো ঘটনা’ বলে দাবি পাকিস্তানের

টুইট ডেস্ক : ভারত-শাসিত কাশ্মিরে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। তবে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘সাজানো’ বা ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে দাবি করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা অত্যন্ত দৃঢ়ভাবে সন্দেহ করি, এটি পরিকল্পিতভাবে ঘটানো একটি ঘটনা-নিজেরা করে দোষ চাপানো হচ্ছে আমাদের ওপর।” যদিও এ দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি।

আসিফ আরও বলেন, “কাশ্মিরে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। আমরা কোনো আন্দোলন বা সংঘর্ষে জড়িত নই।”

এছাড়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও ভারতের কর্মকাণ্ডকে ‘শিশুসুলভ’ ও ‘গুরুত্বহীন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “প্রতিবারের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে। তবে আমরা উপযুক্ত জবাব দেব, তা কোনোভাবেই হালকা হবে না।”

উল্লেখ্য, ভারত-শাসিত কাশ্মিরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম এ আন্দোলনের পক্ষে, যারা চায় অঞ্চলটি হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত একে পাকিস্তান-প্রভাবিত সন্ত্রাসবাদ বললেও পাকিস্তান এটিকে একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন হিসেবে দেখে।