কাশ্মিরে হামলায় শোক জানিয়ে সমালোচনার মুখে সারা আলি খান
টুইট ডেস্ক : কাশ্মিরের পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানাতে গিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।
কাশ্মিরের প্রতি বরাবরের ভালোবাসার জায়গা থেকেই এই হৃদয়বিদারক ঘটনার পর নিজের ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন সারা। লেখেন, “এমন একটি নৃশংস ঘটনায় আমি মর্মাহত। এই জায়গাটিকে পৃথিবীর স্বর্গ বলা হয়। শান্তির এমন স্থানে এমন রক্তপাত সত্যিই কষ্টদায়ক। আমি শান্তি চাই, বিচার চাই।”
তবে এই বার্তার সঙ্গে নিজের কাশ্মির ভ্রমণের একটি পুরনো ছবি যুক্ত করায়, সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন, এমন একটি মর্মান্তিক ঘটনায় ব্যক্তিগত ছবি দেওয়া অনুচিত ছিল। একজন নেটিজেন লেখেন, “এটা কি দুঃখ প্রকাশ নাকি ফ্যাশন শো? এমন ঘটনায় নিজের ছবি দেওয়ার মানে কী!”
সারা অবশ্য এসব মন্তব্যের জবাবে কিছু বলেননি।
প্রসঙ্গত, গত বছর মা ও ভাইয়ের সঙ্গে কাশ্মিরে ছুটি কাটাতে গিয়েছিলেন সারা। সেই সময় থেকেই জায়গাটির প্রতি তার ভালোবাসা স্পষ্ট। তবে এই ঘটনার পর তার শোকবার্তা অনেকেই আন্তরিকভাবে গ্রহণ করলেও, ছবির কারণে অনেকে সেটিকে ‘আত্মপ্রচার’ বলেও আখ্যা দিয়েছেন।