গাজায় ইসরায়েলি হা(মলা)য় নি’হত আরও ৬০, একই পরিবারের ১২ সদস্যের মৃ’ত্যু
টুইট ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৫ এপ্রিল) ভোর পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।
তীব্র এই হামলায় উত্তর গাজার জাবালিয়া এলাকায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও স্থানীয় চিকিৎসকরা। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা শুরু করেছে। চলতি বছরের ১৮ মার্চ থেকে নতুন করে চালানো হামলায় ইতোমধ্যে প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ২০০ জনের বেশি।
এর আগে, আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিলেও হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহে ফের হামলা শুরু করে তেলআবিব।
জাতিসংঘ বলছে, চলমান আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়েছে উপত্যকাটির ৬০ শতাংশ অবকাঠামো।
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি হতে হয়েছে।