একজনের ক্ষতিও মেনে নেব না: খাজা আসিফ
টুইট ডেস্ক : একজন পাকিস্তানির ক্ষতিও যদি হয়, তবে ভারতকে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি ভারত পাকিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের অভিযান চালানোর চিন্তা করে, তাহলে এটি কোনো ভুল বোঝাবুঝি হবে না। এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। পাকিস্তানের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও দাবি করেন, পাকিস্তানের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে-যেখানে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তবে আমরা সমুচিত জবাব দেব। কুলভূষণ যাদবই ভারতের সন্ত্রাসবাদের জড়িত থাকার প্রমাণ।”
খাজা আসিফ বলেন, “আমরা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানাই, কিন্তু আত্মরক্ষা আমাদের অধিকার। বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতারা বর্তমানে ভারতে চিকিৎসা নিচ্ছেন-এ তথ্য আমাদের হাতে রয়েছে। ভারত যদি পুলওয়ামার মতো কিছু করে, তাহলে সেই ঘটনার মতোই কঠোর জবাব পাবে।”
তিনি আরও যোগ করেন, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কাছে মাথানত করবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।