সবজির দামে আগুন, পকেটে টান ক্রেতাদের
টুইট ডেস্ক: শীত মৌসুমের পর কিছুটা স্থিতিশীল থাকলেও রাজধানীর বাজারগুলোতে আবারও সবজির দামে লেগেছে আগুন। বর্তমানে অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজির ওপরে, কিছু কিছু সবজি ছুঁয়েছে ১০০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। পাশাপাশি পেঁয়াজ ও ডিমের দামও ঊর্ধ্বমুখী।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা, বাড্ডা ও মধ্যবাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বরবটি, বেগুন, পটল, কচুর লতি ও চিচিঙ্গার মতো সবজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে। কাঁকরোল ও শজনের দাম মানভেদে ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে করলা, লাউ, ঢেঁড়শ, ঝিঙে ও পেঁপে, যেগুলোর দাম ৬০-৮০ টাকার মধ্যে। টমেটো ছাড়া সবচেয়ে কম দামের সবজি এখন আলু-২০ থেকে ২৫ টাকা কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজিতে।
বিক্রেতারা জানান, পাইকারি বাজারে পণ্যের দাম বৃদ্ধি এবং বাড়তি পরিবহন খরচের কারণে খুচরা বাজারে দাম বাড়ছে। আজমপুর কাঁচাবাজারের বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, “শীতের পর সবজির সরবরাহ কমেছে। আমরা বেশি দামে কিনে আনছি, তাই কম দামে বিক্রি করতে পারছি না।”
এদিকে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পেছনে দেশি পেঁয়াজের কম সরবরাহ এবং আমদানিকৃত পেঁয়াজের ঘাটতির কথা বলছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং পর্যাপ্ত তদারকির অভাবও মূল্যবৃদ্ধির বড় কারণ। একজন ক্রেতা আবু সালেহ বলেন, “সপ্তাহের বাজারে এসেও সবজির দামের কারণে প্রয়োজনীয় জিনিস অর্ধেক কিনে ফিরতে হচ্ছে। এভাবে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।”