পাক-ভারত সীমান্তে গোলাগু(লি), সামরিক উত্তেজনা বিদ্যমান

টুইট ডেস্ক: কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর তৈরি হওয়া উত্তেজনার মধ্যে পাক-ভারত সীমান্তে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সামরিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা ‘কার্যকর জবাব’ দিয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার পর থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসলামাবাদ ও নয়াদিল্লি ইতোমধ্যে একে অপরের ওপর নানা নিষেধাজ্ঞাও আরোপ করেছে।