সুবেন্দুর X পোস্টে ভারতের পুলিশ বিব্রত, তদন্তে মিলল ভিন্ন তথ্য
বিশ্ব ডেস্ক: বারুইপুরের একটি ঠিকানায় দুই কাশ্মীরি নাগরিক অবস্থান করছেন এবং তারা ছাদে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস নেটওয়ার্ক ডিভাইস বসিয়েছেন—এমন দাবি করে এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্ট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
সেখানে তিনি রাজ্যের ডিজিপি ও জাতীয় তদন্ত সংস্থার (NIA) দৃষ্টি আকর্ষণ করেন এবং সন্দেহজনক কার্যকলাপ হচ্ছে কি না তা খতিয়ে দেখতে অনুরোধ জানান।
পোস্টের পরপরই পুলিশ তথ্যটি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং স্থানীয়ভাবে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, বাস্তবে সেখানে কাশ্মীরি কেউ নেই। ফ্ল্যাটটিতে বসবাস করছেন মধ্যপ্রদেশের দুই ব্যক্তি—তাঁদের একজন হিন্দু, অন্যজন মুসলিম। তাঁরা দুজনই পেশায় ইঞ্জিনিয়ার এবং প্রায় তিন সপ্তাহ আগে বারুইপুরে ফ্ল্যাটটি ভাড়া নেন। এক স্থানীয় বন্ধুর মাধ্যমে পশ্চিমবঙ্গে মাছচাষ ব্যবসার সম্ভাবনা যাচাই করতে এসেছেন তাঁরা।
যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন, সেই প্রযুক্তি “NanoBeam 2AC”–এর অস্তিত্বই মেলেনি। বরং, ফ্ল্যাটে সাধারণ একটি JioFiber সংযোগ আছে, যা বহু নাগরিকের মতোই একটি স্বাভাবিক ইন্টারনেট সংযোগ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এতে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ মেলেনি।
পুলিশ জানিয়েছে, এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো খুবই দুঃখজনক এবং জনমনে অযাচিত আতঙ্ক তৈরি করতে পারে। সন্দেহজনক কিছু চোখে পড়লে তা সামাজিক মাধ্যমে না ছড়িয়ে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সংস্থাকে সরাসরি জানানোই শ্রেয়।
সর্বোপরি, যাচাই না করে কারো বিরুদ্ধে জনসমক্ষে সন্দেহ প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও পুলিশ হুঁশিয়ারি দিয়েছে।