হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

টুইট ডেস্ক: চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। প্রস্তুতি চলছিল পুরোদমে, নির্ধারিত হয়েছিল ভেন্যু শ্রীলঙ্কাও। তবে সবকিছু ওলট-পালট করে আজ এক আকস্মিক ঘোষণায় ২০২৬ সাল পর্যন্ত আসর স্থগিতের কথা জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। অথচ এমন সিদ্ধান্তের কোনো আগাম বার্তাই পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিন্তু এর জন্য এখনও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ এবং সদস্য দেশগুলো মনে করছে, টুর্নামেন্টের কাঠামোগত পরিবর্তনের আগে আরও সময় দরকার।

তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ঘোষণায় হোম অ্যান্ড অ্যাওয়ের কথা থাকলেও, এবারের আসর আগের মতোই একটি নির্দিষ্ট ভেন্যুতে (শ্রীলঙ্কা) আয়োজনের কথা ছিল। পরে ধাপে ধাপে হোম অ্যান্ড অ্যাওয়েতে রূপান্তর করার পরিকল্পনা ছিল আয়োজকদের। তাই এই স্থগিতাদেশ অনেকের কাছেই ‘আকস্মিক’ ও ‘অপ্রত্যাশিত’ বলেই মনে হয়েছে।

সাফ সভাপতি কাজী সালাউদ্দিন সম্প্রতি জানিয়েছিলেন, ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। কিন্তু সেই বৈঠকের আগেই আসর স্থগিতের ঘোষণা আসায় বিস্মিত বাফুফে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি। সংবাদমাধ্যম এবং সাফের ওয়েবসাইট থেকে বিষয়টি জেনেছি। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে অংশ নেওয়ার।”

বাফুফের মতো অন্যান্য সদস্য দেশও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ পায়নি। এতে করে সাফ কর্তৃপক্ষের যোগাযোগ ব্যবস্থাপনাতেও প্রশ্ন উঠেছে।

এদিকে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বছরে সাফ আয়োজন আদৌ সম্ভব কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। যদিও সাফ কর্তৃপক্ষ দাবি করেছে, বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই তারা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ আয়োজন করতে চায়।