কাশ্মীর হামলার জেরে ভারতের কড়া পদক্ষেপে পাকিস্তানের পাল্টা উদ্যোগ

টুইট ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের কঠোর প্রতিক্রিয়ার জবাবে এবার পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার ‘দ্য ডন’ পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৈঠকে ভারতের নেওয়া একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে করণীয় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারান এবং অন্তত ১৭ জন গুরুতর আহত হন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে একাধিক কড়া সিদ্ধান্ত নেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত সফরে নিষেধাজ্ঞা এবং পাকিস্তানিদের ১ মে’র মধ্যে দেশ ছাড়ার নির্দেশ।

এ অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারতের এই একতরফা সিদ্ধান্তের কড়া জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।”

তিনি আরও বলেন, “সিন্ধু পানি চুক্তি শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততায় গঠিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি। ভারত একতরফাভাবে এটিকে স্থগিত করতে পারে না, এটি আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে।”

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দারও ভারতের পদক্ষেপকে ‘শিশুসুলভ’ এবং ‘গুরুত্বহীন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “ভারত অতীতের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে। আমাদের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়া হবে।”

ভারত সীমান্তে নজরদারি জোরদার করার পাশাপাশি কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।