বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য কাতার ফাউন্ডেশনের সহায়তা ঘোষণা
টুইট ডেস্ক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে কাতার ফাউন্ডেশন বিশেষ ক্রীড়া সুবিধা গড়ে তুলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার দোহায় আয়োজিত আর্দনা সামিটের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাইখা হিন্দ বিন্ত হামাদ আল সানি এ ঘোষণা দেন।
এই বৈঠকে বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ—দুইজন ক্রিকেটার এবং দুইজন ফুটবলার—উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের ব্যক্তিগত সংগ্রামের গল্প এবং বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে নারীদের জন্য বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
শাইখা হিন্দ, যিনি নিজেও একজন সাবেক কাতারি শীর্ষ ক্রীড়াবিদ এবং আমিরের বোন, এই গল্পগুলো শুনে আবেগাপ্লুত হন এবং নারী ক্রীড়াবিদদের দৃঢ় মনোবলের প্রশংসা করেন। ক্রীড়াবিদরা বিশেষ করে ডরমিটরি, জিম, প্রশিক্ষণ কেন্দ্রের অভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
জবাবে শাইখা হিন্দ জানান, কাতার ফাউন্ডেশন বাংলাদেশে একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে, যা নারী ক্রীড়াবিদদের জন্য প্রয়োজনীয় ক্রীড়া সুবিধা নির্মাণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে।
অধ্যাপক ইউনুস বলেন, নারী ক্রীড়াবিদদের জন্য এই ফাউন্ডেশনটি অচিরেই প্রতিষ্ঠা করা হবে এবং এ ক্ষেত্রে কাতার ফাউন্ডেশনের পূর্ণ সহায়তা কামনা করেন। তিনি বলেন, এই ফাউন্ডেশনের অধীনে ডরমিটরি, প্রশিক্ষণ মাঠ, স্বাস্থ্যসেবা, সম্মেলন কেন্দ্র এবং আন্তর্জাতিক অতিথিদের জন্য আবাসন সুবিধা গড়ে তোলা হবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, এই ফাউন্ডেশন দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (SAARC), বিমসটেক, আসিয়ান, মধ্যপ্রাচ্যের দেশ এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে আগত নারী ক্রীড়াবিদদের জন্য স্বল্পমেয়াদি বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে।
তিনি অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের উদ্যোক্তায় রূপান্তরের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের পরিকল্পনাও তুলে ধরেন, যা শাইখা হিন্দ আন্তরিকভাবে স্বাগত জানান এবং এ ক্ষেত্রে সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
এর আগে অধ্যাপক ইউনুস কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং আমিরের মা শাইখা মোজা বিন্ত নাসেরের সঙ্গে সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। শাইখা মোজা বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন।