রাজশাহীতে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর ঘোষপাড়া এলাকায় শ্রী সাগর কুমার সাহা (২৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তিনি সনাতন কুমার সাহার ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, অভিযুক্ত সাগরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পর আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজশাহী কোর্ট এলাকায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ পার পেয়ে গেলে তা সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা দেওয়া জরুরি।

রাজশাহীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে বলে জানা গেছে।

আরএমপি’র বক্তব্য

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সাগর সাহা (৩০) নামের এক যুবককে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি বুলনপুর ঘোষপাড়ার মৃত সনাতন সাহার ছেলে।

অভিযুক্ত সাগর সাহা প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। এলাকাবাসীর একাধিকবার নিষেধ সত্ত্বেও তিনি তা অব্যাহত রাখেন।

গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে তিনি পুনরায় কটূক্তিমূলক মন্তব্য করেন। কিছু সময় পর, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশালীন ও বিদ্বেষমূলক বক্তব্য দিতে থাকেন, যা মুসল্লিদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় একজন ৯৯৯ নম্বরে কল করলে রাজপাড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাগর সাহাকে আটক করে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং ধারণা করা হচ্ছে, তার পেছনে আরও কিছু ব্যক্তি ইন্ধন দিয়ে আসছে।

আটক সাগরের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আন্তরিকতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। কোনো ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ, উসকানি বা কটূক্তিমূলক আচরণ বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।