জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত
টুইট ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকালের পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
শনিবার দুপুরে কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
আর রাজধানী ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ যোগ দিতে আসা নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ইসলামীও হরতালের ঘোষণা দিয়েছে।